
মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সমবায়ীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে নরসিংদীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। নরসিংদী সমবায় বিভাগের আয়োজনে শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান।
জেলা সমবায় কর্মকর্তা খাদিজা তুল কুবরা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক শাহাদাৎ হোসেন ভূইয়া, জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক আবদুস সোবহান।
সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন রায়পুরা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি গোলাম কবির কামাল, নরসিংদী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি এম এ রায়হান, মাধবদী কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ওবায়দুর রহমান, পাথ ফাইন্ডার মাল্টিপারপাস সোসাইটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।