
বাকি বিল্লাহ, নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচীব মাওলানা দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, শিক্ষকদের মাথা বিক্রি করে আর খেতে দেওয়া হবে না। অতীতে শিক্ষকদের মাথা বিক্রী করে এমপি হয়েছে, শিক্ষকদের মাথা বিক্রি করে কল্যাণের চেয়ারে বসেছে, অতীতে শিক্ষকদের মাথা বিক্রি করে রাষ্ট্রদূত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পদ-পদবী দখল করেছে। আগামী দিনেও শিক্ষকদের মাথা বিক্রি করার পায়তারা করেছিল। বাংলাদেশের শিক্ষকরা শহীদ মিনারে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে লাল কার্ড দেখিয়ে বুঝিয়ে দিয়ছে, শিক্ষকদের মাথা বিক্রি করে আর খেতে দেওয়া হবে না।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মনোহরদীর উপজেলা হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শিক্ষকদের মাথা বিক্রি করে টাকা কামানোর ধান্ধা আমরা বন্ধ করে দেব। আমি পরিস্কার বলে দিয়েছি, মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপ পরিচালক, পরিচালক, অধিদপ্তর কোথাও যদি শিক্ষকদের ফাইল অন্যায়ভাবে আটকিয়ে টাকা পয়সা কামানোর ধান্ধা করা হয়, তার বিরুদ্ধে সর্ব শক্তি দিয়ে জাতীয় করণ প্রত্যাশী জোট মাঠে নামবে ইনশাআল্লাহ।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট মনোহরদী শাখার আহবায়ক এএফএম মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সমন্বয়ক মো: জহিরুল ইসলাম,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাফের নরসিংদী জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন,বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম সাংগঠনিক সম্পাদল মো:রাশেদ। অনুষ্ঠানে মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ বক্তব্য রাখেন এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মনোহরদী উপজেলার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।