
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ (Zia Cyber Force-ZCF) কেন্দ্রীয় কমিটি নরসিংদী জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।
দলীয় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার জন্য অক্টোবরের ৩০ তারিখ বিএনপি’র সর্ববৃহৎ এবং অত্যন্ত জনপ্রিয় এই অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠনটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক স্ক্রোয়াড্রন লিডার ওয়াহিদুন নবী এবং কেন্দ্রীয় চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়।
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নরসিংদী জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক নাঈমুল হাসান খান তমালকে সভাপতি এবং রাজপথের ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা, জিয়া সাইবার ফোর্স নরসিংদী জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মাসুমকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিনিয়র সহ সভাপতি এস এম শরিফ, জাহাঙ্গীর আলম রানা সহ সভাপতি, ইকবাল মোল্লা সহ সভাপতি, ইমামুল হাসান ফারহাদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,আরমান হাসান যুগ্ন সাধারণ সম্পাদক, নাজমুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক, রাকিব ভূঁইয়া কে সাংগঠনিক সম্পাদক, শাহিন ভূঁইয়াকে দপ্তর সম্পাদক, ইমরান আহম্মেদকে প্রচার সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সাংগঠনিক প্যাডের মাধ্যমে বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এই কমিটিকে অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ইউনিট কমিটিগুলো গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘোষণার মাধ্যমে জিয়া সাইবার ফোর্স-ZCF এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে সংগঠনটি।
উল্লেখ্য, প্রত্যক্ষ পর্যালোচনায় ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম, কেন্দ্রীয় সাংগঠনিক টিম ও কেন্দ্রীয় নেতাদের অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠিত হওয়ায় সংগঠনের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে মনে করে সংগঠনটি।