
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক :নরসিংদীর বেলাবতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বেলাব বাজারের বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। পরে র্যালিটি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে বেলাব উপজেলা যুবদলের আহবায়ক মো: আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব এম এ কাদের জলিল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান রাহাদ, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সুমন ফকির রাজ, নরসিংদী জেলা যুবদলের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন, বেলাব উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সদস্য রতন আহমেদ, যুবদলের নেতা সিনতাজ মোহাম্মদ সালমান, নারায়ণপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ জাকির হোসেন’সহ প্রমুখ।