
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী তাঁত বোর্ড শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত বাংলাদেশ তাঁতশিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এবং ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইন্সস্টিটিউট ২০২৫ -২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ওই প্রতিষ্ঠানে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তাঁত বোর্ড শাখা ছাত্রদলের আহ্বায়ক মো : সাইদুল ইসলাম অপু, সদস্য সচিব ফুয়াদ হাসান দিপুসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নরসিংদী তাঁত বোর্ড শাখা ছাত্রদলের সদস্য সচিব ফুয়াদ হাসান দিপু বলেন, বাংলাদেশ তাঁতশিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এবং ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইন্সস্টিটিউট ২০২৫ -২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের আজ আমরা ফুলের শুভেচ্ছায় বরণ করে নিয়েছি। ছাত্রদল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার পরিবেশ সুরক্ষায় কাজ করে। নতুনদের স্বপ্ন যেন বাধাহীনভাবে এগিয়ে যায়, আমরা সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই।