
নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের ধারা বজায় রেখেছে নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকায় অবস্থিত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এ বছর এই কলেজ থেকে ১৬৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৬৪ জন। পাসের হার ৯৭ দশমিক ০৪ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮ জন শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রশংসনীয় সাফল্যের ধারা অব্যাহত রাখার বিষয়ে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও আমরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছি, যা সমন্বিত প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। এ অসাধারণ প্রাপ্তি আমাদের পরীক্ষার্থীদের মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি।’ ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভাল ফলাফল অর্জন করা সম্ভব হবে।