নিজস্ব প্রতিবেদক : আগামী রবিবার (৫ অক্টোবর) বেলা ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার উদ্যোগে শহরের সাটিরপাড়া কে.কে ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই)। এ উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) বিকেল চারটায় অক্টোবর গণসমাবেশ নরসিংদী সদরের দরিনবীপুরের নাগরিয়াকান্দী ব্রিজের পূর্ব পাশের সাজি ফুড পার্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি রাকিবুল হাসান লিখিত বক্তব্য তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ইসলামী আন্দোলন এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া, সহ-সভাপতি মাওলানা মুসা বিন কাসিম, প্রচার সম্পাদক মাস্টার হাবিবুর রহমান, সহ-অর্থ সম্পাদক এম এম মাহদি, জেলা ইসলামী যুব আন্দোলন সহ সভাপতি মাওলানা মোবারক হোসাইন, সাবেক জেলা যুব আন্দোলন সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভূইয়া ও সাবেক যুব আন্দোলন প্রচার সম্পাদক মাস্টার আরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি রাকিবুল হাসান বলেন, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা PR পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ৫ অক্টোবর রবিবার বিকাল ২টায় নরসিংদীর ঐতিহাসিক সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশন স্কুল মাঠে অনুষ্ঠিতব্য গণসমাবেশ এর প্রস্তুতির বিবরণ দেয়া হচ্ছে।
আমরা প্রথমে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়াকে আহবায়ক ১টি বাস্তবায়ন কমিটি এবং ৪টি সাব কমিটি করেছি। গণসমাবেশের মাঠের প্রশাসনিক অনুমতি সম্পন্ন হয়েছে। স্টেজ নির্মাণসহ সকল প্রস্তুতি শেষ পর্যায়ের রয়েছে। গণসমাবেশ এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিজস্ব বিশাল স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যে প্রস্তুত রয়েছে।
জেলার এই গণসমাবেশকে কেন্দ্র করে নরসিংদী জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীকে জনমানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছে। জেলার প্রতিটি এলাকায় পোস্টার, লিফলেট, ফেস্টুন, ব্যানার প্রদর্শিত হয়েছে। এলাকায় এলাকায় জনসংযোগ ও সমাবেশের লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। থানা, পৌরসভা ও ইউনিয়নগুলোতে মাইকিং হচ্ছে।প্রতিটি ইউনিয়ন থেকেই যানবহন ভাড়া করা হয়েছে। নরসিংদীর দুর্গম চর এলাকাগুলো থেকেও সমাবেশে আসার জন্য নৌকা রিজার্ভ করা হয়েছে। ইনশাআল্লাহ, অন্তত অর্ধ লক্ষাধিক জনতা ৫ তারিখের সমাবেশে অংশগ্রহণ করবে বলে আমরা আশাকরি।
আমাদের গণসমাবেশের প্রচারণায় জেলাব্যাপী মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি তাতে আমরা আপ্লুত।
ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার ৫ অক্টোবর এর গণসমাবেশটি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আপনাদের মাধ্যমে গণসমাবেশ সফলের লক্ষ্যে নরসিংদীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। সেই সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেতাকর্মীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহবান করছি।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
গণসমাবেশের ছবি ও সংবাদ প্রচারে মিডিয়া কর্মীদের সহায়তা কামনা করছি। লাইভ সম্প্রচার, ছবি তোলা, ভিডিও করা সাংবাদ সংগ্রহের লক্ষে মিডিয়া কর্মীদের জন্য গোছানো ও নিরাপদ পরিবেশ তৈরি করা হবে গণসমাবেশের স্থানে। আপনারা সাচ্ছন্দে কাজ করতে পারবেন, ইনশাআল্লাহ। সমাবেশ বাস্তবায়নে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহ