
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে মো: আলমগীর হোসেনকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক অনুমোদন সাপেক্ষে বিদ্যালয় পরিদর্শকের সই করা ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তাছাড়া পদাধিকারবলে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার সচস্য সচিব, জাহাঙ্গীর আলমকে অভিভাবক প্রতিনিধি ও আবদুল মোমেন খানকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন জানান, “এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি উপজেলার ভবিষ্যৎ নির্মাণের কেন্দ্র। আমি চেষ্টা করব শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রেখে একটি সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে।”তিনি আরও বলেন, দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান স্যার, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার অনুপ্রেরণায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দায়িত্ব নেওয়ার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। তাঁরা পাশে ছিলেন বলেই আজ পলাশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হতে পেরেছি।
ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন চিশতিয়া নতুন এডহক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সমাজের নিঃস্বার্থবান ও ভালো মানুষ গুলো স্কুল পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষার মান উন্নয়ন হবে। বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নে কমিটির সকলের পাশে আছি ভবিষ্যতেও থাকবো।