1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফের বিরুদ্ধে একই মঞ্চে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বেলাবতে আড়িয়ালখাঁ নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার রায়পুরায় ​৪৮ বছর ধরে পাঠকদের কাছে খবরের কাগজ পৌঁছে দেওয়া বিশ্বনাথ সাহা’র চিরবিদায় ঘোড়াশালের শিক্ষানুরাগী ও শিল্পোদ্যোক্তা রেহমান শরীফের ১১তম মৃত্যুবার্ষিকী আজ পলাশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন রায়পুরায় হত্যা মামলার তদন্তে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম অত্যাচার খুন-খারাপি বন্ধ করতে পারেনি: মুফতী ফয়জুল করীম নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শিবপুরে ৪৫ কেজি গাঁজাসহ আল মামুন নামে এক যুবক গ্রেপ্তার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আলমগীর হোসেন

রায়পুরা ম্যারাথনে অংশ নিয়েছে দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় দেশ-বিদেশের ৭শ দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘রায়পুরা ম্যারাথন–২০২৫’। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

এ বছর ম্যারাথন প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে ৫০০ মিটার, ৪২ কিলোমিটার, ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটারে অংশ নেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের শত শত দৌড়বিদ। প্রতিযোগিতা চলাকালে পুরো এলাকায় ছিলো উৎসবমুখর পরিবেশ, দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে বিরাজ করেছিলো ব্যাপক উচ্ছ্বাস।

রানার্স কমিউনিটি ও উপজেলা প্রশাসন জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শরীর ও মনকে সুস্থ রাখতে নিয়মিত দৌড়ের বিকল্প নেই।

ম্যারাথনকে ঘিরে রায়পুরা টু নরসিংদী আঞ্চলিক সড়কটিতে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বৃহষ্পতিবার রাত থেকেই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল। পুলিশ, আনসার ও শতাধিক স্বেচ্ছাসেবকের পাশাপাশি মাঠে ছিলো অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম, ফিজিওথেরাপি টিম ও ফায়ার সার্ভিস সদস্যরা।

প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ মাঠে সকল ফিনিশারকে সম্মাননা পদক প্রদান করা হয়। চারটি ক্যাটাগরির বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় প্রাইজমানি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপি আরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) এবং প্রতিষ্ঠাতা সভাপতি এক্সসাস মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মেনহাজুল আলম, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, ওয়াটসন গ্রুপের পরিচালক আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT