অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরা অডিটোরিয়াম মাঠে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, তিনি রায়পুরার বালু দস্যুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই এলাকার নদীভাঙন ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী বালু দস্যুদের আর ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।”২৪ ইউনিয়নের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে।
এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঞা রুহেল এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, “রায়পুরার মাটি ধানের শীষের ঘাঁটি। বিএনপি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।” তারা স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।