1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফের বিরুদ্ধে একই মঞ্চে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বেলাবতে আড়িয়ালখাঁ নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার রায়পুরায় ​৪৮ বছর ধরে পাঠকদের কাছে খবরের কাগজ পৌঁছে দেওয়া বিশ্বনাথ সাহা’র চিরবিদায় ঘোড়াশালের শিক্ষানুরাগী ও শিল্পোদ্যোক্তা রেহমান শরীফের ১১তম মৃত্যুবার্ষিকী আজ পলাশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন রায়পুরায় হত্যা মামলার তদন্তে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম অত্যাচার খুন-খারাপি বন্ধ করতে পারেনি: মুফতী ফয়জুল করীম নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শিবপুরে ৪৫ কেজি গাঁজাসহ আল মামুন নামে এক যুবক গ্রেপ্তার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আলমগীর হোসেন

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাংবাদিক মোস্তফা খান

Reporter Name
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৮৪ বার

এম আজিজুল ইসলাম : দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” পেয়েছেন খান আইটি হোস্ট- এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. মোস্তফা খান।

৩০ আগস্ট শনিবার বিকালে রাজধানীর পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।

এসময় অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি এবং তরুণদের আইটিতে উদ্বুদ্ধ করার অবদানের জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছেন আইটি উদ্যোক্তা মোস্তফা খান। বিশেষ করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও বিদ্যালয়  ব্যবস্থাপনা সফটওয়্যার সেবা প্রদান এবং তরুণ প্রজন্মকে আইটি খাতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর প্রতিষ্ঠান “খান আইটি হোস্ট ”সুনাম কুড়িয়েছে।

এসময় মোস্তফা খান বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, বরং পুরো টিমের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আমাদের ওয়েবসাইট সেবা কার্যক্রম পৌছে গেছে। প্রযুক্তি খাতে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আমরা কাজ করে যাচ্ছি।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, তথ্যপ্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখার জন্যই তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

উল্লেখ্য, মো. মোস্তফা খান ইতোপূর্বে “হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২১,” “বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল–২০২১,” “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২২,” “জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা–২০২২,” এবং “একতারা বিজয় উৎসব সম্মাননা” সহ একাধিক সম্মাননা গ্রহণ করেছেন। এছাড়াও ২০২৩ সালের মে মাসে ভারতের আগ্রা শহরে অনুষ্ঠিত ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সে তাঁকে বিশেষ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT