1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফের বিরুদ্ধে একই মঞ্চে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বেলাবতে আড়িয়ালখাঁ নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার রায়পুরায় ​৪৮ বছর ধরে পাঠকদের কাছে খবরের কাগজ পৌঁছে দেওয়া বিশ্বনাথ সাহা’র চিরবিদায় ঘোড়াশালের শিক্ষানুরাগী ও শিল্পোদ্যোক্তা রেহমান শরীফের ১১তম মৃত্যুবার্ষিকী আজ পলাশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন রায়পুরায় হত্যা মামলার তদন্তে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম অত্যাচার খুন-খারাপি বন্ধ করতে পারেনি: মুফতী ফয়জুল করীম নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শিবপুরে ৪৫ কেজি গাঁজাসহ আল মামুন নামে এক যুবক গ্রেপ্তার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আলমগীর হোসেন

রায়পুরায় অষ্টমীর স্নান উৎসবে লাখো পুণ্যার্থীর ঢল

Reporter Name
  • প্রকাশিতঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৫৭ বার

এম আজিজুল ইসলাম : নরসিংদীর রায়পুরায় কাঁকন নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব উপলক্ষে হাজারো পুণ্যার্থীর সমাগম ঘটেছে।

শনিবার ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বীরশ্রেষ্ঠ মতিউরনগর ঘাট ও রামনগরহাটি পাগলনাথ মন্দির কাঁকন নদীর তীরে স্নানের জন্য পুণ্যার্থীদের ঢল নামে।

স্নানে অংশ নিতে আসা পুণ্যার্থীরা জানান, তিথিতে নদের জলে স্নান করলে পাপ মোচন হয় ও শান্তি পাওয়া যায়। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই স্নান উৎসবের আয়োজন করা হয়। মনোকামনা পূরণের আশায় সনাতনীরা বীরশ্রেষ্ঠ মতিউরনগর ব্রীজ ঘাট ও রামনগরহাটি পাগলনাথ মন্দিরে সমবেত হন। স্নান শেষে ভক্তরা মন্ত্রপাঠ ও প্রার্থনায় অংশ নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন। অঞ্চলটিতে সুন্দর একটি ঘাটের খুব অভাব বলেও মন্তব্য করেন অনেকে।

স্নান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ঘাট সংলগ্ন এলাকায় বসে রঙিন গ্রামীণ মেলা। মেলায় শিশু কিশোরের জন্য নানান খেলনার পসরা সাজিয়ে বসেন দোকানীরা। নানা বয়সী মানুষের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি দেয়।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি কিরণ পাল চৌধুরী জানান, শত বছরের বেশি সময় ধরে এখানে এ স্নানের আয়োজন হয়ে আসছে। ঐতিহ্যেবাহী পাগলনাথ মন্দিরে প্রতি বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধাঅষ্টমী, শিবচতুর্দশী, অন্নপ্রসাদ উৎসব, বালি পূজা, শ্যামা পূজা, কালী পূজা, হরিসভা, যেখানে ভক্তরা সমবেত হন প্রার্থনায়, দোলপূর্ণিমাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়।

রায়পুরা পৌর পূজা উৎযাপন পরিষদের সভাপতি বিজয় চন্দ্র পাল ও সহ সভাপতি শান্ত বণিক বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে সম্প্রীতির বন্ধন হিসেবে স্থানীয় এলাকাবাসী সক্রিয় ভূমিকা পালন করে অসছে। মন্দির ও ঘাটের সংস্কারে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এটি দেশের অন্যতম পূণ্যতীর্থে রূপ নিতে পারে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT