
মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পণ্যের গুণগতমান মনিটরিং ও ওজন ও পরিমাণ মানদন্ড যাচাই সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার নিউ সুমন ফুড প্রোডাক্টস ব্যাকারী, চৈতন্যায় আব্দুল্লাহ পোল্ট্রি ফিড মিল ও মেসার্স নীলময় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা ইয়াসমিন।
এসম শিবপুর বাজারে নিউ সুমন ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানে পণ্যের গুনগত মান যাচাই ব্যতীত কেক, বিস্কুট পন্য উৎপাদন ও অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫,০০০/- ( পঁচিশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং আগামী ৭ কার্যদিবসের মধ্যে লাইসেন্স এর কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়।
এছাড়াও চৈতন্যা এলাকায় আব্দুল্লাহ পোল্ট্রি ফিড মিল নামীয় প্রতিষ্ঠানটির উৎপাদিত পোল্ট্রি ও ফিস ফিড পন্যের অনুকূলে সিএম লাইসেন্সের বিল পরিশোধ সাপেক্ষে ৭ দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেয়া হয় এবং মেসার্স নীলময় ফিলিং স্টেশন নামীয় প্রতিষ্ঠানের ১ টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত মোবাইল কোর্টে নরসিংদীর বিএসটিআই কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিএসটিআই নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়, পরিদর্শক (মেট) শেখ রাসেল ও অনিন্দ্য দে উপস্থিত ছিলেন।
ভোক্তাস্বার্থে নিম্নমানের পণ্যের উৎপাদন ও বাজারজাত প্রতিরোধকল্পে প্রশাসনের সহযোগিতায় এধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান বিএসটিআই।