নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নরসিংদী জেলা বিএনপি’র সমাবেশ। সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে। আজ শনিবার বিকেলে নরসিংদী সদর থানা ও মাধবদী থানা বিএনপি’র উদ্যোগে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি'র আহবায়ক খায়রুল কবির খোকন।
প্রস্তুতি সভায় নরসিংদী সদর থানা বিএনপি'র সভাপতি আবু সালেহ চৌধুরী'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আওলাদ হোসেন মোল্লা, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল কবির ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দরা। প্রস্তুতি সভায় আগামী ২২ ফেব্রুয়ারি জেলা বিএনপি’র সমাবেশকে সু-শৃঙ্খলভাবে সফল করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩