আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : যে দল নিরিহ সাধারণ ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেয় তাকে বিচারের মুখামুখি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় ডিগ্রি কলেজ মাঠে নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়নপর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়ে গেছে যে, হাসিনা একজন ফ্যাসিস্ট।এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি। বিগত সরকারের আমলে কৃষকদের পাশে কেউ দাঁড়ায়নি। শেখ হাসিনা বিভিন্নভাবে লুটপাট করেছেন। কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পায়নি। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের পাশে থাকবে। কৃষি পণ্যের সঠিক মূল্য পাবেন কৃষকরা।”
নারায়নপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, জেলা কৃষকদলের আহবায়ক সফিকুল ইসলাম আপেল, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন, নরসিংদী জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শাজাহান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব হোসেন, কৃষক দলের সদস্য সচিব মোস্তফা কামাল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল হক সবুজ’সহ প্রমূখ।