নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ে আসবাবপত্র ভাংচুরের পর আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এসময় কার্যালয়ের দেয়ালে বিভিন্ন লেখা লিখে গেছেন বলে ধারবা করছে স্থানীয় নেতৃবৃন্ধরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরসুবুদ্দির বাজারে বিএনপি কার্যালয়ে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং "জয় বাংলা," "মরার জন্য অপেক্ষা কর" ইত্যাদি লেখা দেয়ালে লিখে কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি, বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপির সভাপতি দানিছ মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।
রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ বলেন, বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিক তদন্তও করেছি। তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩