ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে। জনগণ তা মেনে নিবে না। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। একই সঙ্গে নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার করতে অন্তবর্তী কালিন সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
জালিমের বিচার করলেই মজলুমের পক্ষে থাকা হয়, জালিমের বিচার না করলে মজলুমরা কষ্ট পাবে। তিনি সোমবার ( ১০ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে কেউ আলাদা করতে চাইলে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে। আমরা পার্বত্য চট্টগ্রামের ১ ইঞ্চি মাটি ও কারো কাছে কোন দেশের কাছে ছেড়ে দেবো না। আওয়ামী লীগ সরকার পার্বত্য চুক্তির নামে পাহাড়ে অশান্তির বীজ বপন করেছে। এই চুক্তি সম্পাদন ঠিক হয়নি আমরা পাহাড়ে কোন বৈষম্য বা কোটা চায়না এখানে সকলে যোগ্যতার ভিত্তিতে সমান অধিকার নিয়ে বসবাস করবে।
ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জসীম উদ্দীনের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক, ইসলামী আইনজীবী পরিষদের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তালুকদার, রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক নূর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইদুজ্জামান রোমান সহ অন্যরা। এর আগে মিছিল সহকারে জেলার ১০ উপজেলা থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সমাবেশে যোগদেন
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩