নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর পলাশ রাইজিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি পলাশ উপজেলা শাখার আয়োজনে রবিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক কমিটির পলাশ উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম রাকিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।
এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরি, যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক,
জাতীয় নাগরিক কমিটির তাজনুভা জাবীন, নরসিংদীর জাতীয় নাগরিক কমিটির সংগঠক এড. শিরিন আক্তার শেলী, আওলাদ হোসেন জনি, নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের সদস্য গোলাম রাশেদ তমাল ও উপজেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের সদস্য সামিউর রহমান মাহি প্রমূখ।