আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জুট মিল এসোসিয়েশন ও বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে দিনব্যাপী "বহুমুখী পাট জাত পণ্য তৈরী বিষক প্রশিক্ষণ ও কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে। আজ
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর জুহুরিয়া কান্দা মোড়ে দাদাবাংলা ন্যাচারাল ফাইবার লিঃ কনফারেন্স হলে বাংলাদেশ জুট মিল এসোসিয়েশন ও বিজনেস প্রমোশন কাউন্সিলর,বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী "বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।
বিজেএমএ চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে ও ইলমা শিল্পালয় এন্ড হ্যান্ডিক্রাফটস এর চেয়ারম্যান শিপন মোল্লার ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
এইসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জুটমিলস এসোসিয়েশন সচিব বাবুল চন্দ্র রায়, এলএসবিপিও জেপিবিপিসি এর সহকারী পরিচালক রিটন চন্দ্র রায়, জেডিপিসি ও এসএমই ফাউন্ডেশন কনসালটেন্ট মাস্টার প্রশিক্ষক শামীম আহমেদ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হুমায়রা আফরোজ, দাদাবাংলা ন্যাচারাল ফাইবার লিঃ ব্যবস্থাপনা পরিচালক আমির শাকির'সহ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন, বহুমুখী পাট জাত পণ্য তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ধরন, ডিজাইন , সেলাই, রং করা, দক্ষ শ্রমিকের সরবরাহ, পাট জাত পন্যের বিপণন ও বাজারে বিস্তৃতিকরণের উপর গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশের পাট পণ্য অন্য দ্বারা চলে যাচ্ছে। মেয়েরা জুট পণ্য হ্যান্ডিক্যাপ্টের মাধ্যমে বিভিন্ন প্রকার পণ্য তৈরি করে থাকে, যাহা বিদেশে রপ্তানি করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩