নিজস্ব প্রতিবেদক : বেসরকারি উন্নয়ন সংস্থা আশা নরসিংদী (শিবপুর) জেলার আয়োজনে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৫ ফেব্রুয়ারী) সকালে শিবপুর উপজেলার মজলিশপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রের হলরুমে কর্মশালাটি শুরু হয়ে চলে দিনব্যাপী। চাষীদের প্রশিক্ষন প্রদান করেন নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়সাল আযম।
আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের এসিস্ট্যান্ট ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী।এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, আশা’র এগ্রিকালচার ট্রেইনার দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় উপজেলার ৩০ জন মৎস্য চাষীদের প্রশিক্ষন প্রদান করা হয়। কর্মশালায় মৎস চাষের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।