তৃণমূলের কর্মীদের নিয়েই আগামী দিনের বিএনপি সাজানো হবে : লে: কর্ণেল (অব:) জয়নুল আবেদীন
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : তৃণমূলের কর্মীরা দলের প্রাণ,তাদেরকে নিয়েই আগামী দিনের বিএনপি সাজানো হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী আগামী দিনের বাংলাদেশ পূণর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এই ৩১ দফা দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌছে দিবো।
তিনি আরো বলেন, বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করতেছে। আমাদের দাবী অতিদ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। কোন দলীয় সরকার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন এবং গণতন্ত্র শতভাগ প্রতিষ্ঠিত করা যায় না।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে বেলাব উপজেলার দেওয়ানের চরে জেলা বিএনপির সাবেক সদস্য ও চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অসুস্থ আব্দুল মান্নান মুন্সির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ কালে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব) জয়নুল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. মো: অলিউডর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তারেক আল হুসাইন ভূইয়া, বেলাব উপজেলা বিএনপি নেতা ও বারৈচা বনিক সমিতির সভাপতি মশিউজ্জামান মশি'সহ বেলাব উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩