মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে থাকা বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার ও তার বড় ভাই দুলাল সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে কুন্দারপাড়া ঈদগাহ মাঠে তার মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জাহিদ সরকারের মায়ের দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে পুলিশের গাড়িতে করে তাদের আবার নরসিংদী জেলা কারাগারে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জাহিদ সরকারের মা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মায়ের মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য জাহিদ সরকার ও দুলাল সরকারের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য তাদের প্যারোল মুঞ্জুর করেন। বিকেল তিনটার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাদের নরসিংদী জেলা কারাগার থেকে কুন্দারপাড়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
প্যারোলে মুক্তি পেয়ে দুই ভাই প্রথমে বাড়িতে গিয়ে মৃত মাকে দেখেন। পরিবারের সদস্যদের সান্তনা দেন। এরপর হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নেন। জানাজা পূর্বে মায়ের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার।
এছাড়া জানাজা পূর্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আবদুল মান্নান ভুইয়া পরিষদের সদস্য সচিব আরিফ উল ইসলাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মৃধা, এডভোকেট রিপন সরকার, সাবেক ইউপি সদস্য হাসান সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গত ২৯ নভেম্বর ইউপি চেয়ারম্যান জাহিদ সরকারকে এবং ১ জানুয়ারি তার বড় ভাই দুলাল সরকারকে কুন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে আটক করে শিবপুর মডেল থানার পুলিশ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩