নিজস্ব প্রতিবেদক : পর্যায়ক্রমে দেশের সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারী) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।
তিনি লিখেছেন, পর্যায়ক্রমে সকল ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানাই।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহাবাগে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ঘোষণা দেন যে দেশের সব ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।