আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলী হোসেন শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা-পুলিশ একাধিক মামলার আসামা শিল্পপতি শিশিরকে গ্রেপ্তার করে। পরে শনিবার রাতে নরসিংদী ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ওসি আরও বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশি নিরাপত্তায় তাঁকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত নথি আনয়ন সাপেক্ষে পরবর্তীতে শুনানি করবেন বলে জানান। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আলী হোসেন শিশিরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে হামলা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩