শেখ মানিক : নরসিংদীর শিবপুরের প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মোসা: ফারজানা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু রায়হান,নরসিংদী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা: তরিকুল ইসলাম, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক ও অভিভাবক প্রতিনিধি শেখ মো: আফতাব উদ্দিন প্রমুখ।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মঅনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা আক্তার।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩