নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, আগামীতে ছাত্ররাই দেশ পরিচালনা করবে, তবে সেটা শিক্ষাজীবন শেষে। শিক্ষকের কথা ছাত্ররা না শুনলে সিস্টেম ভেঙে পড়বে। সোমবার (৩০ ডিসেম্বর) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই যদি ছাত্ররা দেশ চালাতে চায়, তাহলে হিতে বিপরীত হবে।
সংস্কার বিষয়ে ড. আব্দুল মঈন খান বলেন, মানুষের সংস্কার না হলে হাজারটি সংস্কার কমিশন করেও লাভ হবে না।
সিকিউরিটি ট্যাবু নিয়ে এ সময় আতঙ্ক প্রকাশ করেন আব্দুল মঈন খান। বলেন, সিকিউরিটি ট্যাবু পৃথিবীকে গ্রাস করছে, যা আতঙ্কের। দেশে প্রযুক্তির ব্যবহার বাড়লেও হয়রানি কমেনি, সেবার মান বাড়েনি।
নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩