সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এসময় মোবাইল কোর্ট বসিয়ে ২টি করাতকলের মালিকের জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গজারিয়ায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
এসময় প্রসিকিউশন দাখিলকারী পলাশ উপজেলা বন বিভাগের কর্মকর্তা আমিরুল হাছান মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান চলাকালে গজারিয়ার আতাউর রহমানের মালিকানাধীন মদিনাতুল স মিল ও লাল মিয়ার মালিকানাধীন বাগদাদি স মিল নামে দুটি করাতকলের বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় “করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা দুই করাতকল মালিকের জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।