1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল গত ১৭ বছর গনতন্ত্র ও আইনি শাসন বলতে কিছুই ছিলো না : বেলাবতে জুয়েল পলাশে সমাজ সেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন এম কাইয়ুম বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যারা উসকানি দিচ্ছে, তাদের দ্বিতীয়বার পতন হবে : মঈন খান দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন নরসিংদীতে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন পলাশে শীতলক্ষ্যা নদীতে ডুবে প্রাণ গেল দুই বন্ধুর পলাশে ঘুরতে এসে নদীতে ডুবে কিশোরের মৃত্যু বিদেশি শক্তিকে আ.লীগ এবার বিভ্রান্তি করতে পারবে না : মঈন খান

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুর্হূতের মধ্যে অপারেশন রুমে থেকে ধোয়া বের হয়ে চারদিক অন্ধকার হয়ে যায়। তবে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১ টা ৪০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রনে আসে। জানা যায়, উক্ত হাসপাতালে কোনো ধরনের আগুন নির্বাপন যন্ত্র নেই।যা আছে তার সবগুলোই মেয়াদ উত্তীর্ণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের অপারেশনের কক্ষে আগুনের ধোয়া দেখা যায়। ধোয়া দেখে সাধারণ মানুষ আগুন আগুন বলে চিৎকার শুরু করে। এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা দৌঁড়াদৌঁড়ি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পল্লীবিদ্যু ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে কর্তৃপক্ষের অবহেলা ও রক্ষনাবেক্ষনের অভাবে এমনটা হয়েছে বলে তারা জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র একজন স্টাফ নার্স আকলিমা আক্তার বলেন, আমরা হঠাৎ দু-তলার
অপারেশনের রুমে আগুনের ধোয়া দেখতে পাই, আতঙ্কিত হয়ে সবাই বাহিরে চলে আসি। কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল বলেন, আমরা উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে আগুন নিয়ন্ত্রণের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রনে আসে ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তানজিনা আফরিন কোনো বক্তব্য
দিতে রাজি হয়নি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT