1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৪তম বিসিএস ক্যাডার হলেন শিবপুরের মাহমুদুল হাসান : গ্রামে আনন্দের বন্যা বেলাবতে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা যুবক’সহ আটক ৩ ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ৪৯তম বিসিএস ক্যাডার হলেন ঘোড়াশালের ইফরাত জাহান সিমি নরসিংদীতে নিরাপত্তা জোরদার ও নাশকতা প্রতিরোধে আন্ত:সমন্বয় সভা অনুষ্ঠিত তারেক জিয়া সাইবার ফোর্স নরসিংদী জেলা শাখার কমিটি গঠন আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার সততা : আশরাফ উদ্দিন বকুল জামানত বাজেয়াপ্ত হবে জেনে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে কিছু দল: খোকন আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি – আশরাফ উদ্দিন বকুল যোগ্য হয়েও ১ যুগ ধরে পদোন্নতি বঞ্চিত: নরসিংদীতে শিক্ষা ক্যডারদের মানববন্ধন

নরসিংদীতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বিষযক শিক্ষক প্রশিক্ষণ

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২২০ বার

নরসিংদী প্রতিনিধি : “প্রতিটি প্রতিবন্ধি শিশুকে শিক্ষা দেই মায়ের আদরে” শিখবো সবাই এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে প্রতিবন্ধী শিশু সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা দেয়ার জন্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এর উদ্যোগে সাইটসেভার্স এর সহযোগীতায় নরসিংদী সদর উপজেলার অরবিট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে নরসিংদী সদর উপজলোর ১৫ টি সরকারী প্রাথমকি বিদ্যালয়রে ২৩ জন শিক্ষক অংশ নেয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন নরসিংদী সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা পাল।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আজিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক জয়শ্রী সাহা, প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলতাফ হোসেন, সাইটসের্ভাস এর জেলা সমন্বয়কারী রিংকু ইম্মানুয়েল কস্তা ,সিডিডি’র সিনিয়র সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ও ইঙ্কলুসিভ এডুকেশন অফিসার আরিফুল ইসলাম।

নরসিংদী সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা পাল বলেন, প্রতিবন্ধি শিশুদের যুগপোযুগী শিক্ষা দিতে হলে প্রথমে শিক্ষকদের জানতে হবে। আর সরকারের পাশাপাশি এই কাজটি করছেন সিডিডি। অথ্যাৎ শিক্ষকদের শেখাচ্ছেন। যা প্রথমিক শিক্ষা ক্ষেত্রে ও একিভূত শিক্ষা বাস্তবায়নে গুরুত্ব পূর্ন ভূমিকা রাখবে। শিক্ষকরা প্রতিবন্ধি শিশুদের শিক্ষা দেয়ার ক্ষেত্রে শিক্ষদের পারদর্শি হতে হবে। তাহলেই প্রতিবন্ধি শিশুদের সুন্দর ভাবে শিক্ষা দিতে পারবে। আমার বিশ্বাস আজকের প্রশিক্ষনে শিক্ষকরা যে জ্ঞান লাভ করবে, তা শত শত প্রতিবন্ধি শিশুদের মধ্যে ছড়িয়ে পরবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT