মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসীর আয়-গরবো বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শনিবার (১০ জুন) সকালে শিবপুর উপজেলার শাষপুরে প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সেমিনার আয়োজনে সহায়তা করে। সভাপতিত্ব করেন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ মোঃ হেলাল উদ্দিন।
প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট কর্মকর্তা মোঃ রুবেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা একেএম দাউদুল হক,
প্রবাসী কল্যাণ ব্যাংক নরসিংদী শাখার সিনিয়র অফিসার ইমরান হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোমেন খান, নরসিংদী জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম প্রমূখ। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩