ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১ হাজার ১৭৪ জন হাজি। বৃহস্পতিবার তিনটি ফ্লাইটে দেশে ফিরেন এই হাজিরা। রাত সাড়ে ১০ টায় প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৬ জন হাজি ঢাকায় পৌঁছান। এর পর পর্যায়ক্রমে দুটি ফ্লাইটে বাকি হাজিরা দেশে ফেরেন। হজ ব্যবস্থাপনা পোর্টালে বৃহস্পতিবার রাতে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানা যায়।
বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় প্রথম ফিরতি ফ্লাইট (বিজি-৩৫০২) ১৪ জুলাই (বৃহস্পতিবার) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
মোট ৩টি ফ্লাইটে দেশে ফেরেন ১ হাজার ১৭৪ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছিল দুটি ফ্লাইট। সৌদি এয়ারলাইন্সের একটি। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
উল্লেখ্য, এবার সর্বমোট ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব গেছেন। গত ৮ জুলাই শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজে গিয়ে এ পর্যন্ত ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা যায়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩