সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় বঙ্গবন্ধু ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার লালমাটিয়া খেলার মাঠে খালিশকারটেক যুব সমাজের উদ্যোগে এই ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় ঘোড়াশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম নবাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনে। টুর্নামেন্টের উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর সভার সাবেক মেয়র ও পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা পারভীন, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পলাশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম, সহ-সভাপতি মো: আশাদ উল্লাহ মনা, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: ওবায়দুল ওয়াহেদ অমল।
খেলায় করতেতৈল আরাফাত ট্রেডার্সকে চ্যাম্পিয়ন টিম হিসেবে ফ্রিজ ও খালিশকারটেক টিপি টেক্সাটাইলকে রানার্সআপ হিসেবে এলইডি টিভি তুলে দেন অতিথিরা। শেষে একই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩