1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি – আশরাফ উদ্দিন বকুল যোগ্য হয়েও ১ যুগ ধরে পদোন্নতি বঞ্চিত: নরসিংদীতে শিক্ষা ক্যডারদের মানববন্ধন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে বিএনপি : মঈন খান পুলিশ সুপারের নির্দেশে নরসিংদীতে বিশেষ অভিযান, আরও অর্ধ শতাধিক আসামি গ্রেপ্তার বেলাবতে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত দেশের জনগণ তারেক রহমানকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়: খায়রুল কবির খোকন রায়পুরায় দুই ভাইকে হত্যার ঘটনায় আপন চাচা সহ আরও ৩ আসামী গ্রেফতার নরসিংদী-৩ শিবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৎ ও যোগ্য প্রার্থী আবুল হারিস রিকাবদার বেলাবতে শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা শিবপুর ও রায়পুরার দুই হত্যাকাণ্ডের প্রধান আসামী গ্রেপ্তার

শিবপুরে উপজেলা চেয়ারম্যানকে গুলি, আটক ৪

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বাড়িতে ঢুকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।

শিবপুর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ রোববার দিবাগত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই চারজনকে আটক করেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের করা হয়নি।

শনিবার ভোর সোয়া ৬টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাসার ড্রইং রুমে ঢুকে শিবপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেন সন্ত্রাসীরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে প্রবীন এই রাজনিতিকের উপর সন্ত্রাসী হামলায় পর থেকে পুরো উপজেলায় থম থমে অবস্থা বিরাজ করছেন। আওয়ামীলীগ নেতাসহ সুশিল সমাজের লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছেন ।

সন্দেহভাজন আটককৃতরা হলো শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁওয়ের মৃত হাফিজ উদ্দিনের ছেলে ফরিদ সরকার (৬৩), উপজেলার সৈয়দ নগর গ্রামের রোকন উদ্দিনের ছেলে সাব্বির (৩২), একই গ্রামের আয়েছ আলীর মনসুর আহমেদ রানা (৪৩) ও কামারগাঁওয়ে মৃত সিরাজ মোল্লার ছেলে মোমেন মোল্লা (৫৯)।

শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ঘটনার পর থেকে শিবপুর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ সহ আইন শৃংখল্যা বাহিনীর সদস্যদের যৌথ প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এই পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। আমরা আহত উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছি তিনি সুস্থ হয়ে অভিযোগ দায়ের করবেন। তাছাড়া এ বিষয়টি নিয়ে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

এদিকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ। রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় অতি দ্রুত সন্ত্রাসীদের চিহ্ন করে আইনের আওতায় আনা সহ এরূপ হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত ) মহসিন নাজির এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুল আলম রাখিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বুলু মাষ্টার, ডেপুটি কমান্ডার মোতালিব খান, স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT