1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক জিয়া সাইবার ফোর্স নরসিংদী জেলা শাখার কমিটি গঠন আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার সততা : আশরাফ উদ্দিন বকুল জামানত বাজেয়াপ্ত হবে জেনে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে কিছু দল: খোকন আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি – আশরাফ উদ্দিন বকুল যোগ্য হয়েও ১ যুগ ধরে পদোন্নতি বঞ্চিত: নরসিংদীতে শিক্ষা ক্যডারদের মানববন্ধন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে বিএনপি : মঈন খান পুলিশ সুপারের নির্দেশে নরসিংদীতে বিশেষ অভিযান, আরও অর্ধ শতাধিক আসামি গ্রেপ্তার বেলাবতে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত দেশের জনগণ তারেক রহমানকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়: খায়রুল কবির খোকন রায়পুরায় দুই ভাইকে হত্যার ঘটনায় আপন চাচা সহ আরও ৩ আসামী গ্রেফতার

পলাশে শামসুল হত্যা, ফাঁসির ৭ আসামি হাইকোর্টে খালাস

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮০ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে শামসুল হক নামে এক কৃষককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন।

রায়ে খালাসপ্রাপ্তরা হলেন, পলাশ উপজেলার গালিমপুর এলাকার আব্দুল গাফফার,তোতা মিয়া, মো: আলেক মিয়া, শরীফ মিয়া, আরিফ মিয়া, মারফত আলী ও মোছা. রুপবান।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন মো: আবু হানিফ মিয়া, মনসুরুল হক চৌধুরী নাজমুল হুদা ও সাহেব আলী পাঠান এবং এবং পলাতকদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম শুনানি করেন।

জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট রাতে দণ্ডিতরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুল হকের ছেলে জহিরুল ইসলাম কে মারধর করে। পরে শামসুল হক সেখানে গেলে তাকে ও তার ছেলেকে কুপিয়ে জখম করা হয়। এর কিছুক্ষণ পর শামসুল ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে পলাশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৭ সালের ২২ মে নরসিংদী অতিরিক্ত দায়রা জজ মোঃ শাহীন উদ্দিন সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাঁচ জনকে জনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন। ডেথ রেফারেন্স খারিজ ও আসামিদের আপিল গ্রহণ করে খালাস দেয় হাইকোর্ট।

এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আশরাফুল হক জর্জ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT