1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় দুই ভাইকে হত্যার ঘটনায় আপন চাচা সহ আরও ৩ আসামী গ্রেফতার নরসিংদী-৩ শিবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৎ ও যোগ্য প্রার্থী আবুল হারিস রিকাবদার বেলাবতে শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা শিবপুর ও রায়পুরার দুই হত্যাকাণ্ডের প্রধান আসামী গ্রেপ্তার শিবপুরে রাতের অন্ধকারে লেবু বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা রায়পুরা চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন আমাদের জয়ী করে দেখেন, ব্যর্থ হলে আর কোনোদিন নির্বাচনে আসবো না : মুফতি ফয়জুল করীম মেঘনা নদীতে লাগামহীন চাঁদাবাজি বন্ধে নরসিংদীর এএসপি শামীম আনোয়ারের আল্টিমেটাম বেলাবতে বিএনপির এমপি প্রার্থীর পক্ষে মিছিল ও পথসভা পলাশে ইসলামী আন্দোলনের গণসমাবেশে আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

পলাশে সকল শিক্ষার্থী পাচ্ছে ফলজ ও ভেষজ গাছের চারা

মোঃ আশাদউল্লাহ মনা | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩২ বার

মো: আশাদউল্লাহ মনা : “একটি শিশু, একটি গাছ প্রাণ প্রাচুর্যের পলাশ” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে সকল শিক্ষার্থীরা পাচ্ছে ফলজ ও ভেষজ গাছের চারা।

এ উপলক্ষে বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ১৩০০ শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে এ চারা তুলে দেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম জানান, উপজেলার প্রত্যেকটি স্কুলের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীদের মাঝে আমরা এই ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করবো। প্রত্যেকটি শিক্ষার্থী এই চারা পাওয়ার পর বাড়িতে নিয়ে যাবে এবং বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করবে। পরে তারা গাছ গুলোর যত্ন নিবে।

এক সময় গাছ গুলো যখন বড় হয়ে উঠবে তখন ফল ধরবে। আর এই ফল তারা খেতে পারবে। এতে করে শিক্ষার্থীরা গাছের প্রতি যত্নশীল হবে। যখন তারা গাছের পরিচর্যা করতে শিখবে তখন সে নিজের এবং দেশ ও জাতির সম্পর্কে আরও অনেক বেশি সচেতন হবে। এমনকি মানুষকেও সেবাযত্ন করতে পারবে তারা। এমন ধারণ থেকেই উপজেলার প্রত্যেক শিক্ষার্থীর জন্য ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT