মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মুড়ির মিল ও একটি সরিষার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঘোড়াশাল বাজারে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
অভিযানে নরসিংদী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে মূল্য না লেখা, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় লোকনাথ মুড়ির মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে বাজার মূল্য, উৎপাদন খরচ, বোতল খরচ এবং মুনাফার পরেও প্রতি ১২০ মিলি সরিষার তেলের বোতলে ১৫ টাকা বেশি দরে বিক্রি করায় লোকনাথ সরিষার মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, ভোক্তা অধিকার আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশ মুড়ি তৈরি, বিভিন্ন অনিয়ম ও বেশি দরে সরিষার তেল বিক্রি করায় ঘোড়াশাল বাজারের লোকনাথ মুড়ির মিল ও লোকনাথ সরিষার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পলাশ উপজেলায় মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩