নরসিংদীর বেলাবতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে অছিম উদ্দিন (৮২) নামের এক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আলফেজ ফেসানি নামের ওই ছেলের লাঠির আঘাতে তার মা রহিমা বেগমও আহত হয়।
নির্মম এই ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাত সাড়ে ১২ টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে আলফেজ ফেসানিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও নিহত বৃদ্ধার স্ত্রী রহিমা বেগম জানান, আমার ছেলে আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তার চিকিৎসা চলছে। গতকাল রাতে বাড়ির পাশে তালুকদার বাড়িতে ওয়াজ হচ্ছিল। এ কারনে বাড়িতে তেমন কেউ ছিলনা। রাত সোয়া ১২ টায় আমি আমার বৃদ্ধ স্বামী ও মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে ঘরে পোলাও খেতে বসি।
এসময় পোলাও মজা হয়নি এমন কথা বলে আলফেজ ফেসানি প্রথমে আমাকে লাঠি দিয়ে মারধর করে। পরে তার পিতা প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে সে। এতে ঘটনাস্থলেই আমার স্বামীর মর্মান্তিক মৃত্যু হয়।
এ ব্যাপারে বেলাব থানায় নিহতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে ঘাতক ভাই আলফেজ ফেসানিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বেলাব থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩