নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে নরসিংদীর পলাশ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন দুরন্ত পলাশ এর চড়ুইভাতি সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জের ধনপুর বিট নামক স্থানে এই চড়ুইভাতি সিজন-৩ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দুরন্ত পলাশ ও তাদের পরিবারের সদস্য দের মধ্যে টি-শার্ট বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ, মোড়গের লড়াই, দুপুরে সতীনের ছেলে কেউ রাখে না কোলে ইভেন্ট, বিকেলে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় দুরন্ত পলাশ সংগঠনের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল আলিম, সহ-সভাপতি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মহি উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে পলাশকে সামাজিক কাজের মাধ্যমে একটি আদর্শ উপজেলা হিসাবে বাংলাদেশের মধ্যে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যাক্ত করেন দুরন্ত পলাশ সংগঠনের সবাই।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩