1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক জিয়া সাইবার ফোর্স নরসিংদী জেলা শাখার কমিটি গঠন আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার সততা : আশরাফ উদ্দিন বকুল জামানত বাজেয়াপ্ত হবে জেনে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে কিছু দল: খোকন আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি – আশরাফ উদ্দিন বকুল যোগ্য হয়েও ১ যুগ ধরে পদোন্নতি বঞ্চিত: নরসিংদীতে শিক্ষা ক্যডারদের মানববন্ধন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে বিএনপি : মঈন খান পুলিশ সুপারের নির্দেশে নরসিংদীতে বিশেষ অভিযান, আরও অর্ধ শতাধিক আসামি গ্রেপ্তার বেলাবতে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত দেশের জনগণ তারেক রহমানকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়: খায়রুল কবির খোকন রায়পুরায় দুই ভাইকে হত্যার ঘটনায় আপন চাচা সহ আরও ৩ আসামী গ্রেফতার

রায়পুরায় কলা বাগানে পড়ে ছিল ২ যুবকের ম’রদেহ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৯৪৮ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত নামা দুই ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৫ ডিসেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে রায়পুরার উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলা বাগানে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ জানিয়েছেন, রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলা বাগানে ২টি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতার মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয়দের ধারনা অনুসারে ২ ব্যক্তিকে ধারালো কোন অস্ত্র দিয়ে মুখে বিভৎস ভাবে জখম করে হত্যা করা হয়েছে। এছাড়াও ধারালো অস্ত্র দিয়ে লাশ দুটির গলা, মাথা, মুখ, হাতের কব্জি সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়দের ধারনা গতকাল রোববার (৪ ডিসেম্বর) রাতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, নরসিংদী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ অর্নিবান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, অফিসার ইনচার্জ আজিজুর রহমান সহ উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতদের লাশ সুরুতহাল করে উদ্ধারের পক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধূরী সাংবাদিকদের জানান, দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের চেষ্ঠা চালায়। বর্তমানে পুলিশ, পিবিআই, সিআইডি, ডিবি সদস্যরাও লাশ শনাক্তের পাশাপাশি আলামত উদ্ধারে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় এ ঘটনা ঘটতে পারে। নিহতদের পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়না তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT