আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে পালিত হয়েছে ৫১ তম জাতীয় সমবায় দিবস। আজ শনিবার সকার ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ জলিল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান খাঁন,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা'সহ প্রমূখ।
সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এবং দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদানসহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩