নরসিংদী প্রতিনিধি: প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট, মাধবদী-তে প্রযুক্তি খাতে নিয়মিত কোর্সের পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) পৌরসভা মোড়ে এইচ এ টাওয়ারে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে আলোচনা সভা, দক্ষতা প্রতিযোগিতা সহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট, মাধবদীর পরিচালক ও সাংবাদিক শাওন খন্দকার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষাবীদ ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নরসিংদী জেলা শাখার সভাপতি রোস্তম আলী, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক দেলোয়ার হোসেন।
আরও বক্তব্য রাখেন: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব কাজী মেহবুব ইয়াসিন সৃজন, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকার এবং নাসিব নরসিংদী জেলা শাখার পরিচালক মোস্তাকিম হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দক্ষ ও সমৃদ্ধ জনশক্তি গড়ে তুলতে এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদী তথা নরসিংদীতে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটিতে কোরআনে হাফেজ ও অসহায়-দুঃস্থদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, এমন মহৎ উদ্যোগের জন্য সংবাদকর্মী শাওন খন্দকার শাহিনের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সেরা পাঁচজন প্রশিক্ষণার্থীকে সম্মাননা স্মারক সহ মোট ৩২ জন প্রশিক্ষণার্থীকে অতিথিবৃন্দের হাতে সনদপত্র প্রদান করা হয়।
২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই এস. ডি. আইটি ট্রেনিং ইনস্টিটিউট তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক কম্পিউটার ল্যাব, অভিজ্ঞ প্রশিক্ষক এবং বাস্তবভিত্তিক পাঠ্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করছে। শুধু কম্পিউটার কোর্স নয়, এখানে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন কোর্সও পরিচালিত হচ্ছে। আইটি খাতে আত্মনির্ভরশীল তরুণ তৈরি ও বেকারত্ব দূরীকরণে প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা, সম্পাদক: সাব্বির হোসেন, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী। ফোন: ০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩