সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: পাগলা কুকুর মনোহরদী ও কাপাসিয়ার কয়েকটি গ্রামে দিনব্যাপি তান্ডব চালিয়েছে। এতে তার কামড়ে কম করেও ২০ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ১৫ জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) মনোহরদীর চকমাধবদী, নারান্দী, দীঘাকান্দী ও সংলগ্ন কাপাসিয়া উপজেলার চরখিরাটি,সনমানিয়া ও নরোত্তমপুর গ্রামে দিনব্যাপি একটি পাগলা কুকুর তান্ডব চালিয়েছে। এ সময় ২ উপজেলা সীমানার এপাড় ওপাড়ে কমপক্ষে ২০ ব্যক্তি পাগলা কুকুরের কামড়ে ক্ষত বিক্ষত হয়েছেন।আহত ১৫ জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে এর জরুরী বিভাগ সূত্রে জানা গেছে।
এসময় কুকুরের কামড়ে আহত এক স্কুল শিক্ষককে চিকিৎসার্থে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মোটর বাইক থেকে পড়ে তিনি দ্বিতীয়বার আহত হবার খবর জানা গেছে।
ভূক্তভোগী মনোহরদীর নারান্দী আলাউদ্দিন নূরানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, স্কুল থেকে জোহরের নামাজের জন্য মসজিদে যাবার সময় কুকুরটি তাকে মারাত্মক আহত করে।এ সময় চিকিৎসার্থে তাকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মোটর বাইক থেকে পড়ে তিনি দ্বিতীয়বার আবার সারা শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন।বর্তমানে তিনি নিজ বাড়ীতে শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা, সম্পাদক: সাব্বির হোসেন, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী। ফোন: ০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩