আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী বেলাব উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে স্কুল স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম শিক্ষার গুরুত্ব, জনগণের কল্যাণ ও রাজনীতির সামাজিক ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। তাঁর উপস্থিতি স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দসহ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
ড. এম এ কাইয়ূম বলেন, “শিক্ষার মান উন্নয়ন ছাড়া জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানুষের পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করা।” তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দল। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান দেশের প্রতিটি মানুষ যেন সমান সুযোগ পায়, এটাই আমাদের রাজনীতির লক্ষ্য।
উক্ত অনুষ্ঠানে ড. কাইয়ূম হোসেন নগর পাইলট হাই স্কুল প্রতিষ্ঠার স্মরণীয় অবদানও তুলে ধরেন। তিনি বলেন, “স্কুলটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি স্বপ্নের প্রতীক। আমরা চাই প্রতিটি গ্রামে এমন উদ্যোগ গড়ে উঠুক যেখানে শিশুরা শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা পাবে এবং সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে বড় হবে।
ড. কাইয়ূম রাজনীতিকে মানুষের পাশে থাকার মাধ্যম হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য। জনগণই আমার শক্তি। তাদের সুখ-দুঃখে পাশে থাকা রাজনীতির আসল উদ্দেশ্য।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ও মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ তৌহিদ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মিনহাজুল হক, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এবং হোসেন নগর পাইলট হাই স্কুলের সভাপতি শাহিদ হোসেন ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানটি উদযাপনে অংশগ্রহণ করেন।
উপস্থিত বক্তারা ড. কাইয়ূমের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং শিক্ষার উন্নয়ন ও মানবসেবায় তাঁর অবদানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তাঁদের মতে, তাঁর নেতৃত্বে শিক্ষার মান ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে, যা দীর্ঘমেয়াদে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. এম এ কাইয়ূমের এই উদ্যোগ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবার প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাঁর বক্তব্য ও কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রেরণা হিসেবে কাজ করছে। স্থানীয় জনগণ তাঁর মানবকল্যাণমূলক চিন্তাভাবনা ও শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গিকে উৎসাহজনক হিসেবে দেখছে।
ড. এম এ কাইয়ূমের নেতৃত্বে শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা প্রসার এবং জনগণের কল্যাণে রাজনীতির ব্যবহার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর কার্যক্রম ও দর্শন সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন এবং শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়নের পথকে আরও দৃঢ় করে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা, সম্পাদক: সাব্বির হোসেন, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী। ফোন: ০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩