নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার নরসিংদীর তরুণদের সেই কাঙ্খিত ২৫ অক্টোবর। মেঘনা নদীর বুকে উৎসবের আমেজ, আর তা ছড়িয়ে পড়েছে নরসিংদী জুড়ে। বেলা ২টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসনের আয়োজনে বছরের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন -“তারুণ্যের উৎসব নৌকা বাইচ ২০২৫”।
ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীতে। আর এই অনুষ্ঠানটিকে ঘিরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে জেলার তরুণ সমাজের। এদিন মেঘনাথ দুই পাড়ে জড়ো হবে লাখো তরুণ তরুণী শিশু-কিশোর।
নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জাহিদুল কবির ভূঁইয়া জানান, -“তারুণ্যের উৎসব নৌকা বাইচ ২০২৫”। এই শিরোনামে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিবে ব্রাম্মণবাড়ীয়ার ও হবিগঞ্জ জেলা থেকে আগত ১২টি মাঝিমাল্লার প্রতিযোগী দল। প্রতিযোগিতায় বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে নগদ দুই লাখ টাকা এবং রানার্স আপ দল দেওয়া হবে দেড় লাখ টাকা।
মেঘনার পাড়ে এই মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদীর কৃতিসন্তান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলে তিনি জানান।
আর এই তারুণ্যের মহোৎসবের সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উৎসবের প্রস্তুতি দেখতে মেঘনার পাড় পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জাহিদুল কবির ভূঁইয়া।
ঐতিহ্যবাহী এই নৌকা বাইচকে ঘিরে স্থানীয় তরুণ সমাজ ও দর্শনার্থীদের মাঝে ইতোমধ্যেই উৎসবের রঙ লেগেছে।
নরসিংদী জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয় বলেন, নরসিংদী মেঘনা নদীর বুকে “তারোন্যার উৎসব ’২৫” ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আমাদের নদীমাতৃক সংস্কৃতির উজ্জ্বল প্রতিচ্ছবি। এ উৎসব শুধু বিনোদন নয়, এটি নরসিংদীর ঐক্য, ঐতিহ্য ও তরুণ সমাজের উদ্দীপনার প্রতীক।
তিনি বলেন আমরা বিশ্বাস করি—সংস্কৃতি ও খেলাধুলার এই ধারাবাহিকতা রাজনীতির সীমা ছাড়িয়ে জনগণের ঐক্যের প্রতীক হয়ে উঠুক।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা, সম্পাদক: সাব্বির হোসেন, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী। ফোন: ০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩