আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বিএনপির উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে পথসভা ও গণসংযোগ করা হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী-৪(বেলাব-মনোহরদী) আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদির ভূইয়া জুয়েলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা সল্লাবাদ ইউনিয়নের সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলফাজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও মোঃ ওহিদুজ্জামানের পরিচালনায় এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস এম শৈবাল,নরসিংদী জেলা বিএনপি সদস্য এস এম শাহাজান,হারুনুর রশিদ, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদকোঃ মাহফুজুর রহমান, বাজনাবো ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাকের রহমান, বেলাব উপজেলা যুবদলের সদস্য সচিব বিপ্লব মিয়া,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, সদস্য সচিব মোঃ জহিরুল হক সবুজ,নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য মোঃ মোবারক হোসেন,নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেন'সহ প্রমুখ
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা, সম্পাদক: সাব্বির হোসেন, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী। ফোন: ০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩