মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে দাফন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর মাদ্রাসা মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শিবপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয় এবং বিউগলে করুন সুর বাজানো হয়।এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৭ টায় ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা, সম্পাদক: সাব্বির হোসেন, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী। ফোন: ০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩