1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদ যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মনোহরদীতে মোবাইল কোর্টে ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে পালাতে বাধ্য করেছি: মঈন খান জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধিনে রাখতে পলাশে মানববন্ধন শিবপুরে নিখোঁজের ছয়দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদী জেলা ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মুসাকে বদলী, তার বদলী শাস্তিমূলক কি না জনমনে প্রশ্ন নরসিংদীতে ১২শ মানুষকে ইফতার করালেন ইউনিয়ন মুজাহিদ কমিটি চাঁদাবাজ, ধর্ষক ও খুনিদের ছাড় দেওয়া চলবে না: বিএনপি নেতা জুয়েল

নরসিংদীতে কলেজ শিক্ষকের আত্মহত্যা, ছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৮ বার

নরসিংদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে আব্দুল্লাহ আলী নামে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নরসিংদীর হাজিপুর এলাকায় তার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আব্দুল্লাহ আলী নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও হাজিপুর ইউনিয়নের বাসিন্দা। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের ২য় বর্ষের এক ছাত্রীকে আটক করা হয়।

আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে “আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ” লিখে একটি পোস্টও করেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সে কয়েক মাস আগে নরসিংদী মডেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। ওই মেয়ে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মেয়েটি দ্রুত শিক্ষকের বাসায় চলে আসে।

পরে সে এবং কয়েকজন মেয়ে মিলে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার স্ত্রী তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসার পর তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সিদ্ধান্ত নিবো। লাশ ময়নাতদন্তের পর সঠিক ঘটনা জানা যাবে। আমাদের তদন্ত চলমান রয়েছে বলেও জানান ওসি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT