
মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন অপপ্রচার ও বহিরাগতদের দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন সরকার। মঙ্গলবার (১৩ মে) সকালে পুটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন সরকার বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় জনগণের কোনো অংশগ্রহণ ছাড়াই কিছু বহিরাগত লোক মানববন্ধন করেছেন। আমার ব্যক্তিগত ও প্রশাসনিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করে এই অপপ্রচার ও মানববন্ধন করা হয়েছে বলে আমি মনে করি। আমি এ ধরনের ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট দোষীদের খুঁজে বের করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাই। সংবাদ সম্মেলন ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।