1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ, স্বামী-স্ত্রীকে হত্যার হুমকি নরসিংদীতে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল গত ১৭ বছর গনতন্ত্র ও আইনি শাসন বলতে কিছুই ছিলো না : বেলাবতে জুয়েল পলাশে সমাজ সেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন এম কাইয়ুম বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যারা উসকানি দিচ্ছে, তাদের দ্বিতীয়বার পতন হবে : মঈন খান

শিবপুরে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

শেখ মানিক
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৯ বার
Oplus_131072

শেখ মানিক : নরসিংদী জেলার শিবপুর উপজেলায় নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বরণ ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, (এস-১২০৬৮) শিবপুর উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান এমারতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া স্যার)।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মানিক, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এ কে এম মাসুদুর রহমান খান, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সী।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক, সৈয়দ জোনায়েত মনোয়ার সজিব। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শিবপুর উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ ও নবযোগদানকৃত সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিবপুর উপজেলায় নবযোগদানকৃত ৪০ জন সহকারী শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

এসময় বক্তারা বলেন, শিশুদের শিক্ষার প্রথম ভিত্তি হলো প্রাথমিক স্তর। তাই প্রাথমিক বিদ্যালয় থেকে যদি কোমলমতি শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচর্যা করে গড়ে তোলা যায় তাহলে ভবিষ্যতে এসব শিক্ষার্থীরাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। সে সাথে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT