1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল গত ১৭ বছর গনতন্ত্র ও আইনি শাসন বলতে কিছুই ছিলো না : বেলাবতে জুয়েল পলাশে সমাজ সেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন এম কাইয়ুম বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যারা উসকানি দিচ্ছে, তাদের দ্বিতীয়বার পতন হবে : মঈন খান দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন নরসিংদীতে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৭২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার বেলাবতে এক গার্মেন্টস্ কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে দেলোয়ার হোসেন রাজু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ করেছে বেলাবো থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন রাজু বেলাব উপজেলার বেলাব মাটিয়াল পাড়ার নুরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকার স্বামী পরিত্যক্তা এক নারী তার এক পুত্র ও কন্যা সন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন ওই নারী। সেখান থেকেই মোবাইল পরিচয় হয় বেলাব উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহান (৩৫) এর সাথে।

এমতাবস্তায় শাজাহান ঐ মহিলাকে গত শুক্রবার সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যায় বাসস্ট্যান্ডের অদুরে একটি এনজিও অফিস কক্ষে নিয়ে শাহজাহান ও এনজিওর কর্মচারী দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে ঐ নারীকে ধর্ষণ করে। পরে ঘটনার একদিন পর রবিবার (১৬ মার্চ) বেলাব থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে দুপুরে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বেলাব থানা পুলিশ।

এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, এক নারীকে ধর্ষনের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীকে ধরতে চেষ্টা অব্যহত আছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT